ট্রান্সফর্মারTransformer
সম্মানিত প্রকৌশলী ভাইয়েরা
আসসালামু আলাইকুম।
আশা করি মহান আল্লাহ তায়ালার কৃপায় সবাই ভাল আছেন।
সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা ।
আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ট্রপিক নিয়ে হাজির হলাম আশা করি অতীতের মতো পাশে থাকবেন।
আজকের ট্রপিক হলো Transformer এবং Induction Motor.
Industry তে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় Motor & Transformer তাই আজকে Distribution X- former দিয়ে শুরু করা যাক,,,,,,,,
আমরা Industry তে Distribution X-former ব্যবহার করে থাকি অর্থাৎ আমাদের Primary Incoming Voltage 11 KV
এবং Secondary তে Outgoing Voltage 415 V
or .415 KV.
আর এ টপিক এর সবচেয়ে মজার বিষয় হল আমরা অনেকেই বলে থাকি Single phase 220 volt এবং Three phase 440 volt. এ বিষয়টা ভালো করে লক্ষ্য করবেন এবং মনে রাখবেন।
প্রকৃতপক্ষে আমাদের ইন্ডাস্ট্রিতে 220 volt এবং 440 volt নেই।
কারণ আমাদের ইন্ডাস্ট্রির Distribution X- former এর সর্বোচ্চ ভোল্টেজ 415 volt secondary সাইটে।
এখানে একটি বিষয় লক্ষ রাখতে হবে
বাংলাদেশের 97 শতাংশ ইন্ডাস্ট্রিতে Secondary তে 415 volt থাকে এবং কমবেশি সব প্রতিষ্ঠানেই ইন্ডাস্ট্রির বিভিন্ন মেশিনারিজ এর জন্য 400 volt fixed করে রাখা হয়।
এখানে সব সময় মনে রাখবেন যদি আপনার ডিষ্ট্রিবিউশন সেকেন্ডারি সাইডে ভোল্টেজ কম বেশি Very করে তাহলে Tep changer ঘুরিয়ে voltage কমবেশি করতে পারেন আপনার চাহিদা অনুসারে।
এ System টা Manual এবং Auto দুইটাই আছে, সেটা ট্রান্সফরমারের সাইজের উপর নির্ভর করে। যদি আপনার কোন মেশিনের 440 ভোল্ট বা তার অধিক বোর্ড প্রয়োজন হয় তাহলে আপনি ওই মেশিনের জন্য আলাদা করে একটি step up ট্রান্সফর্মার ব্যবহার করতে পারেন।
আবার অনেক সময় ইন্ডাস্ট্রির মালিক গন তার চাহিদা অনুসারে 440 ভোল্ট ট্রান্সফরমার ম্যানুফ্যাকচার কোম্পানি অডার দিয়ে বানিয়ে নেন ঘটনা খুব কমই ঘটে।
এখন আসা যাক 220 volt এ যদি আপনার Single phase 220 volt হয় তাহলে Three phase হবে,
220*✓3 = 381 volt
এটা কি একটা ইন্ডাস্ট্রির জন্য সম্ভব ?
কখনোই সম্ভব না!
এখানে একটি বিষয় মনে রাখবেন ইন্ডাস্ট্রিতে 3 phase Devices অর্থাৎ বিশেষ করে motor বেশীর 380 volt থেকে 440 volt মধ্যে চলে ।
এরকম বেশি হলে মোটর জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে। তাই বলে ইন্ডাস্ট্রি ভোল্টেজ 380 হতে পারে না অথবা 440 হতে পারে না।
তার জন্য world wide/ Bangladesh Electrical Authority একটি suitable Middle voltage অর্থাৎ 50 Hz জন্য ভালো 400 ভোল্টেজ fixed করে দিয়েছেন। অনেক সময় আমাদের সিস্টেম কার 2/4/5 volt এদিক-সেদিক পারে, তাতে কোন সমস্যা নেই।
এখন যদি 3 phase 400 volt হয় তাহলে,,,,,
Single phase voltage হবে,
400/✓3
=231 volt.
সিস্টেম লসের কারণে কিছু কম-বেশি হতে পারে । তাই বলে 220 volt হওয়ার কথা নয়।
যে সমস্ত সিঙ্গেল ফেস ডিভাইসে 220 ভোল্ট লেখা থাকে তার অর্থ হলো 220 ভোল্ট থেকে সে ভাল সার্ভিস দিতে পারবে 250 বা 260 volt পর্যন্ত।
এ বিষয়গুলো ভালো করে লক্ষ্য রাখতে হবে এবং ভালো ভালো ইংলিশ বই পড়তে হবে, বাংলা বইয়ে Dip level এর কোন আলোচনা পাওয়া যায় না। গুগল মামায় সার্চ দিয়েও পেতে পারেন।
নিম্নে একটি উদাহরণ দেওয়া হল,,,,,
1000 KVA Substation
Secondary current,,,,,
P = ✓3VI
I = P/✓3V
=1000*1000/1.732*415
= 1391 A Transformer এর সর্বোচ্চ Capacity.
এখন যদি 400 volt Industry এর জন্য fixed করা হয়
তাহলে,
Substation 1000 KVA
= 1000KVA *.8
= 800 KW
P = ✓3VIcos@
I = P/✓3Vcos@
= 800*1000/1.732*400*.8
= 1443 A
এখানে আপনাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে যেহেতু ভোল্টেজ কমালে এম্পিয়ার বাড়ে তাহলে তো আমরা আরো voltage কমাতে পারি!
কিন্তু একটি Device run করতে অবশ্যই একটি নির্দিষ্ট voltage লাগবে।
একটি বিষয় আপনাদের মনে রাখতে হবে সবকিছুর একটি সুইটেবল মানানসই ব্যবস্থা আছে।
আপনি প্রতিদিন 1 কেজি চালের ভাত খেতে পারেন এটা আপনার শরীরের জন্য মানানসই ।
কিন্তু আপনি যদি প্রতিদিন আধা কেজি করে ভাত খান একসময় আপনাকে খুঁজেই পাওয়া যাবে না।
আরেকটি বিষয় গুরুত্বের সাথে মনে রাখতে হবে একটি Transformer থেকে আপনি সর্বোচ্চ 80 পার্সেন্ট ব্যবহার করতে পারবেন। এতে করে ট্রান্সফরমার performance অর্থাৎ আয়ুকাল অনেকাংশেই বৃদ্ধি পাবে।
1443A এর 80%
=1443*80/100
=1155 A
তবে Power factor Improvement 💪 plant ব্যবহার করলে রিএকটিভ পাওয়ার কমিয়ে আরো অনেক বেশি এম্পিয়ার ব্যবহার করতে পারবেন। এবং বাংলাদেশ গভমেন্ট এর জরিমানা থেকে মুক্ত থাকবে।
সম্পূর্ণ লেখাটি আমার ইঞ্জিনিয়ারিং লাইফ থেকে অর্থাৎ আমার অভিজ্ঞতা থেকে লেখা যদি কোন ভুল হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন।
আমি জানতে চাই জানাতে চাই।
#চলবে,,,,,,,,,,,
#Engr_Rafikul_Islam
#Admin
#EEE_Power_bridge.
যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে পরবর্তী পোস্ট করার জন্য আমি প্রস্তুতি নিব।
![]() |
Engr. Rafikul Islam Electrical Engineer Admin EEE Power Bridge Dhaka |
আপনার প্রিয় লেখা গুলো ONE KFS এ প্রকাশ করতে ই-মেইল shahadatkfs@gmail.com করুন অথবা ফেইজবুকে KFS Technology & BDT Pathshala বার্তা দিন । ONE KFS সাথে থাকার জন্য ধন্যবাদ। Shahadat Hossain KFS |
বোকা ও ক্ষূদার্ত |
0 Comments