নিজেকে প্রশ্ন করুন
আপনি কোন দিকে যাবেন,,,,,
#Electrical_Technology তুমি এখন জগাখিচুড়ী অন্যদের অতি উৎসাহী আকাঙ্ক্ষায় ক্ষতবিক্ষত।
বাংলাদেশের প্রায় 16 টি বিষয় এর উপর ইঞ্জিনিয়ার হওয়া যায়।
তার মধ্যে প্রায় অধিকাংশ ইলেক্ট্রিক্যাল টেকনোলজি উপর নির্ভরশীল হয়ে পড়েছে।
ফলে তার যৌবন কাল টা বেশিরভাগ তরুণ সম্ভাবনাময় ইঞ্জিনিয়ার বেকার হিসেবে কাটিয়ে দিতে হয় সঠিক সিদ্ধান্তের কারণে।
বাংলাদেশের তিনটি টেকনোলজি ব্যতীত অন্যান্য ডিপার্টমেন্টের গভমেন্ট জব নেই বললেই চলে। যা অন্যান্য টেকনোলজির ইঞ্জিনিয়ারগণ সারা জীবন সকল সরকারি চাকরির আশায় আশা আর হতাশায় থাকতে হয়।
1. Electrical
2. Civil &
3. Mechanical.
আর
প্রাইভেট সেক্টরে চার-পাঁচটি ডিপার্টমেন্টে ব্যতীত আর কোন ডিপার্টমেন্টের জব নেই।
1. Electrical
2. Civil
3. Mechanical
4. Automobile
5. Electronic &
6. Power.
একটি স্টুডেন্ট চান্স পেল RAC, Electronic, Instrument process এ আর সে ফার্স্ট সেমিস্টার থেকে মনে মনে ভেবে রেখেছে ইলেকট্রিক্যাল জব করবে, আবার ছাত্রজীবনে অবস্থাই সে ইলেকট্রিকালে কাজ শিখার প্রবণতা দেখা যায়।
এনভায়রনমেন্ট সাইন্স ও কেমিক্যাল টেকনোলজিতে পরে ও ইলেকট্রিক্যাল জব করতে চাই। আশ্চর্য বিষয় !
তাহলে উল্লেখিত টেকনোলজিতে তার পড়ে লাভ কি ?
তাহলে তো সে প্রথম দেখেই ইলেকট্রিক্যাল টেকনোলজি তে পড়তে পারে। তাই না ?
সরকারি পলিটেকনিকে আজেবাজে টেকনোলজি তে না পড়ে একটি অখ্যাত কুখ্যাত জায়গা থেকে ভালো টেকনোলজিতে পড়া অনেক বুদ্ধিমানের কাজ।
তবুও তাকে বেকার থাকতে হবে না।
যেখানে প্রকৃত ইলেকট্রিক্যাল স্টুডেন্টরাই চাকরির জন্য হাবুডুবু খাচ্ছে
সেখানে আপনি একটা বাজে টেকনোলজি থেকে পড়ে ইলেকট্রিক্যালে চাকরি কিভাবে আশা করেন ?
আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ে আপনাকে আপনার ডিপার্টমেন্টের যোগ করতে হবে এমন কোন কথা নেই।
যেকোনো একটি ব্যবসা করুন, অন্য কোন সম্মানজনক চাকরিতে চলে যান তাতে দোষের কিছু নেই।
আমাদের মেইন সমস্যা কি জানেন ?
আমরা যে টেকনোলজিতে পড়েছি ঐ টেকনোলজিতেই চাকরি চাই, এটাই সবচেয়ে বড় সমস্যা আমাদের।
ফলে দীর্ঘদিন আমাদের বেকার থাকতে হয় এবং হতাশায় ভুগতে হয়, পরিবারের বোঝা সৃষ্টি হয়।
আরেকটি প্রবলেম হলো আপনি পড়েছেন অন্য টেকনোলজিতে কিন্তু চাকরি করতে চান ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স এটা কি সম্ভব ?
আরেকটি বিষয় লক্ষ্য করা যায়,,,,,,
স্যার আমাকে একটু দেখায় দিলে আমি পারবো । আপনাকে কি দেখা দিবে ? আপনি ওই প্রতিষ্ঠানের একমাত্র ইঞ্জিনিয়ার। অর্থাৎ আপনি দেখিয়ে দেওয়ার কথা।
ছোটখাটো অনেক ভালো ব্যবসা আছে ব্যবসা করুন।
নিজে চাকরির পিছনে ঘুরে অন্যকে চাকরি সৃষ্টি করে দেন।
হ্যাঁ আপনি ইলেক্ট্রিক্যাল টেকনোলজি ভালোবাসেন ! ভালোবাসা ধরে রাখতে চাইলে এই টেকনোলজিতে বিজনেস করুন। ছোটখাটো অনেক বিজনেস আছে সম্মানজনক।
আর বাংলাদেশের পেক্ষাপটে একেকটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার একেকটি বেকারের কারখানা। তার পরিবারের বোঝা।
ছোটখাটো কিছু শুরু করুন ইনশাআল্লাহ সম্মান বৃদ্ধি পাবে।
কার জীবনের সাথে মিলে গেলে ক্ষমা করবেন ।
আমি কারো আঘাত দেওয়ার জন্য বলিনি । বাস্তব যেটা সেটাই বলেছি।
#বদলে_যাও_বদলে_দাও।
![]() |
Engr. Rafikul Islam Electrical Engineer Admin EEE Power Bridge Dhaka |
আপনার প্রিয় লেখা গুলো ONE KFS এ প্রকাশ করতে ই-মেইল shahadatkfs@gmail.com করুন অথবা ফেইজবুকে KFS Technology & BDT Pathshala বার্তা দিন । ONE KFS সাথে থাকার জন্য ধন্যবাদ। Shahadat Hossain KFS |
বোকা ও ক্ষূদার্ত |
0 Comments