Header Ads Widget

Responsive Advertisement

মেইনটেন্যান্স জব করতে হলে / Maintenance


ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম

মেইনটেন্যান্স জব করতে হলে

Maintenance:-

Maintenance এ জব করতে চান তাহলে আগে নিজেকে রক্ষণাবেক্ষণ করুন।  

এ সেক্টর নিজেকে খাপ খাইয়ে নিতে পারলে দ্রুত উন্নতির শিখরে পৌঁছানো যায় এবং ঐ প্রতিষ্ঠানে একটি অবস্থান সৃষ্টি হয়।

একজন ইলেকট্রিক্যাল পড়ুয়া স্টুডেন্ট যেদিন থেকে ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়, সেদিন থেকে সে মনে মনে ভাবে আমি একটি ভাল চাকরি করব ।  

একটি ভালো চেয়ারে বসবো, ভালো সুন্দরী বিয়ে করবো এবং সবাইকে  নির্দেশ দিব কাজ করার জন্য । আর চাকরিটা অবশ্যই হতে হবে Maintenance sector এ।

কিন্তু দুঃখের বিষয় হলো সবার ভাগ্যে Maintenance job জোটে না। 

আবার অনেকের ভাগ্যে জুটলেও নিজেকে খাপ খাইয়ে নিতে পারে না। আবার অনেকের যোগ্যতা থাকা সত্ত্বেও এ সেক্টরে সুযোগ কোনদিন হয়ই না।

মেইনটেন্যান্স জব করতে হলে #Extra_Ordinary_knowledge লাগে, অর্থাৎ নিজের মধ্যে নতুনত্ব থাকতে হবে অর্থাৎ যে কোন কাজ  করার মন মানসিকতা থাকতে হবে । পারব না এ কথা বলা যাবে না।

তানাহলে এ সেক্টরে টিকে থাকা অনেক মুস্কিল।

মেইনটেনেন্স মানেই চিকুনগুনিয়া, Coronavirus. নিত্যনতুন সমস্যার সম্মুখীন হতে হয় এবং যে করেই হোক  প্রবলেম সলভ করতে হয়। 

 যাইহোক এবার আসল আলোচনায় আসা যাক,,,,,,,,

There are two kinds of Maintenance,

1. #Preventive_maintenance.

2. #Breakdown_maintenance.

 অনেক ইঞ্জিনিয়ারগন অনেক ভাবেই মেইনটেনেন্স কে বিভিন্ন ভাবে ভাগ করে থাকেন ।

কিন্তু প্রকৃতপক্ষে মেনটেনেন্স দুই প্রকার উপরে যা উল্লেখ করলাম ।

তবে অনেক সময় প্রিভেনটিভ মেইনটেনেন্স কে বিভিন্ন ভাই সিডিউল maintenance ও বলে থাকেন।

1. #Preventive_maintenance:- Preventive maintenance বলতে পূর্বনির্ধারিত কাজকে বোঝানো হয়। অর্থাৎ  আপনার ইন্ডাস্ট্রিতে ইঞ্জিনিয়ারিং-এর যে বিভিন্ন সেক্টর আছে ওইখানের মেশিনগুলো একটি নির্দিষ্ট সময় পরপর চেকআপ বা পরিবর্তন-পরিবর্ধন সংশোধন ইত্যাদি করা হয় তাই Preventive maintenance বলে। এই কাজগুলো করা অনেক মজা, বেশি একটা প্যারা নিতে হয় না মাথায়।  

সাথে অফিসের বিভিন্ন খানাপিনার (কাচ্চি বিরিয়ানী) ব্যবস্থা থাকে। চাপ মুক্ত ভাবে কাজ করা যায়। তবে একটু ঝামেলা আছে ।

অনেক সময় নিজের বান্ধবী বা প্রিয়জনকে দাওয়াত বা বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাবেন প্লান করবেন,

ঠিক তখনই এমন মেনটেনেন্স কাজ এসে দাঁড়াবে আপনার সামনে, তখন ফেসবুকে স্ট্যাটাস দিবেন ছুটির দিনেও কাজ করতে হয়।  আর প্রিয়  জন বলে বেড়াবে তুমি কিসের ইঞ্জিনিয়ার শুধু কাজ আর কাজ করতে হয়।

2. #Breakdown_Maintenance:- Breakdown maintenance হলো Corona virus. অর্থাৎ মেশিন চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যাবে। আর আপনার কাছে কল আসবে স্যার মেশিন তো আবার বন্ধ হয়ে গেছে ? তখন দৌড়াইয়া প্যারা নিয়া বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে মেশিন ওকে করতে হবে। ভাই এই কাজগুলো যে কি প্যারা  যে করে সেই বোঝে। নিত্যনতুন সমস্যা এবং নিজের ট্যালেন্ট আইকিউ দিয়ে সমস্যার সমাধান করা।

 অর্থাৎ এই রক্ষণাবেক্ষণে সব সময় নিজেকে এলার্ট রাখতে হয়। অবশ্যই মেশিনের সমস্যার সঠিক কারণ জানতে হবে।  কোন  ভগি জগি চলবে না। কোনভাবেই চিফ ইঞ্জিনিয়ার কে মিসগাইড করা যাবে না।  তাহলে ইজ্জত যাবে সাথে চাকরিও যাবে।

এখানে মাথাটাকে হিমাঙ্কের নিচে রেখে পাট বাই পাট চেকআপ করে দক্ষতার সহিত কাজ সমাধা করাই  এই রক্ষণাবেক্ষণের মূল উদ্দেশ্য। 

তবে এটা এমন একটি রক্ষণাবেক্ষণ সেক্টর অনেক সময় পাঁচটা বাজে আপনার ছুটি হয়ে যাবে ঠিক এমন একটি মুহূর্তে একটি মেশিন প্রবলেম হল তখন যাওয়ার কোন উপায় নেই অর্থাৎ কাজ করতে করতে আপনার রাত শেষ হয়ে যাবে তবুও বাসায় যেতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত মেশিন ওকে না হবে এটা আপনার দায়িত্ব ও কর্তব্য।

তবে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যদি প্রিভেন্টিভ রক্ষণাবেক্ষণ ঠিকমত করা হয় তাহলে ব্রেকডাউন রক্ষণাবেক্ষণ বেশি একটা করার প্রয়োজন হয় না।

পরিশেষে বলতে চাই এখানে যেমন প্যারা আছে এবং সুখও আছে ।

এমনও দেখা যায় 15 দিনে একবারও কাজ করা লাগে না ।

আবার যখন কাজ আরম্ভ হয় তখন এক সপ্তাহ বাসায় যাওয়া যায় না।

এটাই মেনটেনেন্স অর্থাৎ রক্ষাণাবেক্ষণ। সব সময় আতঙ্কে চিকুনগুনিয়া ও করোনা ভাইরাসের মধ্যে থাকতে হয়।

তবে চাকরি দেওয়া বা নেওয়ার ক্ষমতা আমার নেই। আমায় ভুল বুঝবেন না।



Engr. Rafikul Islam
Engr. Rafikul Islam
Electrical Engineer
Admin
EEE Power Bridge 
Dhaka












আপনার প্রিয় লেখা গুলো ONE KFS এ প্রকাশ করতে ই-মেইল shahadatkfs@gmail.com করুন 
অথবা ফেইজবুকে KFS Technology & BDT Pathshala বার্তা দিন ।
ONE KFS সাথে থাকার জন্য ধন্যবাদ
 Shahadat Hossain KFS

বোকা ও ক্ষূদার্ত  

 

Post a Comment

0 Comments