Header Ads Widget

Responsive Advertisement

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের কিছু কাজ A to Z জানা প্রয়োজন!/Electrical engineers need to know some work A to Z!


Md. Salim Ahmed
Electrical Engineer (Singapore)

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের কিছু কাজ A to Z জানা প্রয়োজন!


আপনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। 

তাই কিছু কিছু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কাজ  আপনার A to Z জানা প্রয়োজন । তা না হলে আপনাকে অনেক আর্থিক ক্ষতি ও বিব্রতকর অবস্থায় পড়তে হবে ।

#House_wiring

একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার শুধু PLC VFD  নিয়ে ব্যস্ত কিন্তু হাউজ ওয়ারিং সম্পর্কে ভাল ধারণা নেই যা অত্যন্ত বিব্রতকর ও লজ্জাজনক একটি বেপার। 

তাই আপনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে সবার আগে হাউজ ওয়ারিং সম্পর্কে জ্ঞান অর্জন করুন তারপর অন্যান্য সিস্টেমে যান।  হাউজ ওয়ারিং সিস্টেম টা আপনার সারা জীবন কাজে লাগবে অন্যান্য জিনিস আপনার কাজে নাও লাগতে পারে।

#যেমন,,,,,

#IPS:-

আপনার বাসায় একটি IPS  নিয়ে এসেছেন । এখন কি 500/ 1000 টাকা দিয়ে একটি মিস্ত্রি এনে IPS setting এর কাজগুলো আপনি করাবেন ? 

অবশ্যই না !

আপনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অবশ্যই আপনাকে এই কাজটি জানতে হবে এবং নিজে নিজেই করতে হবে। এতে করে কাজটি নিজের মনের মত করতে পারলেন এবং আর্থিক দিক দিয়ে আপনি অনেক সাশ্রয়ী হলেন।

ধরুন একটি কোম্পানিতে আপনি চাকরি করেন । আপনি যে ডিপার্টমেন্টেই থাকুন না কেন আপনার  প্রতিষ্ঠানে একটি IPS আছে, হঠাৎ সমস্যা হল । 

আপনার প্রতিষ্ঠানের কোনো কলিগ অথবা ম্যানেজমেন্ট আপনাকে মেনশন করে বলল ইঞ্জিনিয়ার সাহেব তো আছেই দেখেনতো IPS টি কি হয়েছে ?

এখন আপনি অফিসে মাঞ্জা মেরে সাদা শার্ট পড়ে গিয়েছেন আর নষ্ট হল আইপিএস ! আপনিতো IPS এর কাজ জানেন না কিন্তু ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার। অনেক চেষ্টা করেও IPS ঠিক করতে পারলেন না ।

আপনার সাদা সার্ট টি ইঞ্জিন লুব্রিকেটিং অয়েল লাগলে যেমন কালো হয়ে যায় তেমন কালো হয়ে গেছে। তারপরও কোন কাজ হলোনা।  

তখন একটি ইলেকট্রিশিয়ান ডাকা হলো। ইলেকট্রিশিয়ান 5 মিনিটের মধ্যে চেক করে দেখলেন IPS Machine ঠিক আছে কিন্তু ব্যাটারি ডিস্টিল ওয়াটার নেই একেবারে শুকিয়ে গেছে যার ফলে ঠিকমতো Power দিচ্ছে না।

ইলেকট্রিশিয়ান ডিস্টিল ওয়াটার ঢেলে দিলেন এবং কিছু সময় পর চার্জ হওয়ার পরে IPS ওকে।

অথচ আপনি ব্যাটারি ধারেকাছেও যাননি। শুধু কানেকশন নিয়ে গুতাগুতি করেছেন না বুঝেই।  তখন নিজের চুল নিজেই ছিঁড়তে মনে চাবে অফিসের মধ্যে। পারলে হিরো না পারলে জিরো।

আপনার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট নিয়ে প্রশ্ন উঠবে সামান্য একটি কাজের জন্য। তাই অবশ্যই IPS এর কাজ যারা আপনার জন্য অত্যাবশ্যকীয়। 

সাথে সাথে আপনাকে IPS এর 

Load calculation

Battery capacity

কতো ঘন্টা Beck up  ইত্যাদি অবশ্যই জানতে হবে।

#UPS 

 আপনার বাসা কিনবা অফিসে হোক যখন আপনি কোন কম্পিউটার বা ডেক্সটপ চালাবেন তখন অবশ্যই আপনাকে এক্সট্রা পাওয়ার ব্যাকআপের জন্য ups  ব্যবহার করতে হবে । 

তাই টুকিটাকি UPS এর কাছে যান আপনার অনেক দরকার। 

#যেমন,,,

হঠাৎ পাওয়ার চলে গেল ইউপিএস এর । চেক করে দেখা গেল ফিউজ কাটা।  এটা আপনাকে জানতে হবে।

 ব্যাটারি চেঞ্জ করা জানতে হবে। ইত্যাদি।

#Single_phase_Motor_connection_&_Trouble sorting.

আপনার নিজের বাড়ি হোক বা শ্বশুরবাড়ি হোক বা আত্মীয়স্বজনের বাড়ি হোক অথবা অফিসে হোক অনেক সময় একটি সিঙ্গেল ফেজ পানির মটর সমস্যা দিতে পারে এই কাজটা আপনাকে অবশ্যই জানতে হবে এবং করতে হবে।

#ফ্রিজ

ফ্রিজের কিছু টুকটাক সমস্যা আপনার জানা একান্ত দরকার।

এটা নিজের বাড়ি হোক বা ছোট বোনের বাড়ি হোক বা শ্বশুরবাড়ি হোক অনেক সময় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে এ কাজটি দেয়া হতে পারে।  ফ্রিজের সবচেয়ে বড় সমস্যা হল ফ্রিজে পাওয়ার পাচ্ছে না অথবা  ফ্রিজের নরমাল ঠান্ডা হচ্ছে না।

এই সমস্যাগুলো আপনাকে চেক করতে হবে। ফ্রিজের ভিতরের ফিউজ কাটা,

রিলে কাজ করতেছে না,

কম্প্রেসর চলে না,

বা কোন লাইন ইঁদুরে কেটে ফেলেছে,

ফ্রিজের নিউট্রাল পাচ্ছে না,

আর্থিং সমস্যা ইত্যাদি জিনিসগুলো আপনাকে চেক করতে হবে।

#TV:-

আধুনিক সভ্যতা বাংলাদেশের কমবেশি সব ঘরেই টিভি খুঁজে পাওয়া যাবে।

তাই টিভির টুকটাক সমস্যা আপনাকে জানতে হবে। শ্বশুর শ্বশুর বাড়ি গিয়ে শিং মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছেন আর টিভি দেখছেন ।

হঠাৎ টিভি বন্ধ হয়ে গেছে যদি টিভির উপর কমবেশি ধারণা থাকে তাহলে টিভিটা রিপেয়ার করতে পারবেন।

 তখন এক্সট্রা একটা যত্ন পাবেন।

#সিলিং_ফ্যান

আধুনিক সভ্যতার এমন কোন ঘর নেই যেখানে সিলিং ফ্যান নেই। আর সিলিং ফ্যান কম বেশি সমস্যা হতেই পারে।  তাই অত্যন্ত গুরুত্বের সাথে সিলিং ফ্যানের ট্রাবলশুটিং গুলো শিখে ফেলুন এখনই।

 চার্জার লাইট

 চার্জার ফ্যান

 ব্লেন্ডার মেশিন 

আয়রন মেশিন ইত্যাদি কাজগুলো জানা একান্ত দরকার।

 আমরা জানতে চাই জানাতে চাই।





Engr. Rafikul Islam
Engr. Rafikul Islam
Electrical Engineer
Admin
EEE Power Bridge 
Dhaka












আপনার প্রিয় লেখা গুলো ONE KFS এ প্রকাশ করতে ই-মেইল shahadatkfs@gmail.com করুন 
অথবা ফেইজবুকে KFS Technology & BDT Pathshala বার্তা দিন ।
ONE KFS সাথে থাকার জন্য ধন্যবাদ
 Shahadat Hossain KFS

বোকা ও ক্ষূদার্ত  



Post a Comment

0 Comments