Header Ads Widget

Responsive Advertisement

আলোর দিশারি

আলোর দিশারি 

-রাজীবুল হাসান  



 বড় রসগোল্লার মত দুটি চোখ, নাকের ডগায় ধূসর ফ্রেমে বাঁধানো চশমা, আর ভরাট শ্রান্ত শুদ্ধ বাংলা উচ্চারণের বয়ান; আমার মগজ আর মননে এখনও ছাঁপ ফেলে আছে।

নিবৃত্ত হাঁটার ভঙ্গিমা, অনিন্দ্য হাতের লিখন ( প্রশংসাপত্র), শিষ্টাচার আর নিয়মতান্ত্রিকতার বিমূর্ত প্রতিচ্ছবি; "বড়" দিলীপ স্যার আমাকে ব্যাকরণ বুঝিয়েছেন, ভূগোল চিনিয়েছেন। স্যারের সাথে জুড়ে দেওয়া এই "বড়" বিশেষণের উপযুক্ত দাবিদার আপনিই ছিলেন স্যার...

ব্যাকরণে কোথায় দাঁড়ি, কমা সেমিকোলন আর কোথায় বা প্রশ্ন/বিস্ময়সূচক; তাঁর সবটাই বুঝিয়েছেন নিজের মতন করে। ঠিক আপনি যেমন বিমূর্ত অবয়ব ছিলেন....

 দূরত্ব অনুযায়ী গ্রহের নাম শিখিয়ে চলে গেলেন একটা "নক্ষত্র" হয়ে ...

 বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহঃস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন,  প্লুটো .... 

এইখানে "পৃথিবী" নামক গ্রহে সবাই মুসাফির। ক্রমানুসারে এই গ্রহে স্থায়ী বিন্যস্ত কেউ হতে পারে না,

 আবার কেউ কেউ পারেন...

এই এক পৃথিবী ছেড়ে দিয়ে/ সহস্র যোজন দূরের পৃথিবীর দূরত্ব কমিয়ে কেউ কেউ হাজারটা পৃথিবীর পথ দেখিয়ে দিয়ে যান... 

সেই পথে আলো মেখে আলোর দুয়ারে দুয়ারে  আছি, থাকি এবং আপনাকে খোঁজব স্যার... 


রাজিবুল হাসান
হরগজ, সাটুরিয়া, মানিকগঞ্জ।


  





আপনার প্রিয় লেখা গুলো ONE KFS এ প্রকাশ করতে ই-মেইল shahadatkfs@gmail.com করুন 
অথবা ফেইজবুকে KFS Technology & BDT Pathshala বার্তা দিন ।
ONE KFS সাথে থাকার জন্য ধন্যবাদ
 Shahadat Hossain KFS

বোকা ও ক্ষূদার্ত  
 













Post a Comment

0 Comments