Header Ads Widget

Responsive Advertisement

ভাইভা ফ্যাক্ট -১ / Viva Fact -1

 ভাইভা ফ্যাক্ট -১



#ভাইভা_ফ্যাক্ট

নবীন প্রবীণ ইলেক্ট্রিক্যাল রিলেটেড ভাইয়েরা 

ভাইভার জন্য নিম্নের কথাগুলোর দিকে একটু টেনশন দিন।

আসসালামু আলাইকুম 

আশা করি গ্রুপের সবাই ভালো আছেন। 

আজ আপনাদের মাঝে হাজির হয়েছি ইঞ্জিনিয়ারিং স্ক্রিল বা লেখাপড়া শেষ করার পর যখন আমরা কর্মক্ষেত্রে প্রবেশ করি সে সম্পর্কে দুটি কথা বলব।

ভাইভা বা ইন্টারভিউ কি ?

আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি ভাইভাকে দুটি ভাগে ভাগ করেছি।

১। ফ্রেশ বা নবাগত টেকনিশিয়ান/ইঞ্জিনিয়ার।

২। অভিজ্ঞতা সম্পন্ন টেকনিশিয়ান/ইঞ্জিনিয়ার।

১। #ফ্রেশ_বা_নবাগত_টেকনিশিয়ান_ইঞ্জিনিয়ার:-

এ ধরনের ইলেকট্রিক্যাল রিলেটেড ভাইদের মনে ইন্টারভিউর ভয় সবচেয়ে বেশি। তাদেরকে কোন কোম্পানি থাকলেই ফেসবুকে সারাদিন বিভিন্ন গ্রুপে বলে বেড়ায় 

এই পোস্টের জন্য কি কি প্রশ্ন করতে পারে ? 

এই পোস্টের জন্য কি কি প্রশ্ন করতে পারে ? 

যা দুঃখজনক। 

ফেসবুকে কেউ একটি ভাইবা পরীক্ষা শেয়ার করলে ডিপ্লোমা বিএসসি ইঞ্জিনিয়ার রা নির্লজ্জভাবে বলে থাকেন সবগুলো প্রশ্নের উত্তর দিলে ভালো হতো। আরে গাধা মার্কা ইঞ্জিনিয়ার তুই কি একটি প্রশ্নের উত্তর পারোস না ? নিজেকে আর কত নিচে নামাবে ?

আর ভাই ভাইভায় তুমি ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স, ডিপ্লোমা অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ার সময় তোমার ডিপার্টমেন্টের বইগুলোতে যে প্রশ্নগুলো পড়েছো সে জায়গা থেকে প্রশ্ন করা হবে। 

যদি তোমার বেসিক অনেক স্ট্রং হয় তাহলে চাকরি হওয়ার সম্ভাবনা তোমার অনেক বেশি এবং তুমি ইন্ডাস্ট্রিতে গিয়ে অল্পদিনের মধ্যেই সব ধরনের কাজে মোটামুটি খাপ খাইয়ে নিতে পারবে। 

তবে একটি বিষয় এখানে লক্ষ্য রাখতে হবে যদি তুমি ফ্রেশ হও তাহলে কিছু কিছু কাজ নিয়োগকর্তা তোমাকে জিজ্ঞেস করতে পারে বা ড্রয়িং করতে বলতে পারে।

 তুমি পারো কিনা যেমন স্টার ডেল্টা, ফরোয়ার্ড রিভার্স, হাউজ ওয়ারিং, ফ্রিজ, এসি কানেকশন, মোটর কানেকশন, সোলার সিস্টেম কানেকশন, আইপিএস কানেকশন ইত্যাদি বা অন্যান্য আনুষাঙ্গিক বেসিক ধারণা আছে কিনা এই বিষয়গুলো জিজ্ঞেস করবে। আর কয়েকটি ট্রেডিং যদি থাকে তাহলে জবের ক্ষেত্রে অনেকখানি এগিয়ে যাবে। তাই ভয় পাওয়ার কিছু নেই।

তোমাদের উদ্দেশ্যে বলতে চাই,,,,, তোমাদেরকে দিয়ে কোম্পানি কখনোই পাওয়ার প্ল্যান্ট ইন্ডাস্ট্রি সাবস্টেশন ইত্যাদি তৈরি করবে না। তোমাদেরকে entry-level হিসেবে নিবে। অর্থাৎ তোমাদেরকে মোটামুটি কিছুদিন প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন কাজে নিয়োগ দিবে। তোমাদের বেশ কিছুদিন অন্যর অধীনে কাজ করতে হবে। যদি সফলতার সাথে দক্ষতা দেখাতে পারো,তাহলে অল্প কিছুদিনের মধ্যেই তোমার প্রমোশন হবে এবং কর্তৃপক্ষ একটি যে কোন সাইডে তোমাকে দায়িত্ব দিবে। যদি মহান আল্লাহতালা মর্জি হন।

আর তার জন্য আবারো বলছি তোমার বেসিক অনেক স্ট্রং থাকতে হবে।

২। #অভিজ্ঞতা_সম্পন্ন_টেকনিশিয়ান_ইঞ্জিনিয়ার :-

এই শ্রেণী ভাইদের চাকরির পূর্বের অভিজ্ঞতা আছে। বিভিন্ন সেক্টরে কাজে এক্সপার্ট। তাই ভাইভাতে আপনাদের বেশি একটি চিন্তা করার দরকার নেই। কারণ নিয়োগকর্তা যা চেয়েছে সেটা জেনে আপনি এপ্লাই করেছেন যদি আপনাকে ডাকে তাহলে স্বচ্ছভাবে মাথা ঠান্ডা রেখে ইন্টারভিউ দিয়ে দিবেন ইনশাআল্লাহ চাকরি হয়ে যাবে। তবে 

তাই এ ধরনের ইলেকট্রিক্যাল রিলেটেড ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের চাকরি হওয়াটা আরো সহজ। নিয়োগকর্তা যে কাজগুলো জানা লাগবে বলে নিয়োগ সার্কুলার দিয়েছে  তা যদি আপনার জানা থাকে তাহলে আপনি অবশ্যই আপনার সিভি তে উল্লেখিত কাজগুলো ভালো করে ফোকাস করবেন। যে সমস্ত বিষয় গুলো না জানেন তা কখনোই সিভিতে উল্লেখ করবেন না। এতে করে হিতে বিপরীত হয়ে যেতে পারে। আপনি যে সকল কাজে এক্সপার্ট তা খুব সংক্ষেপে তাৎপর্যপূর্ণ ভাবে উল্লেখ করুন। 

তবে নবীন-প্রবীণ সকল প্রকৌশলীদের কিছু বিষয় অবশ্যই জানা অত্যান্ত প্রয়োজন,,,,

 Cable selection, circuit breaker selection, AC load calculation,solar system connection and load calculation house wiring, motor, fan check up, electrical primary layout, transformers generator basic knowledge, multimeter basic idea in electrical and electronics spare parts measurement, relay timer operation,  ইতিবাচক মন মানসিকতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা সততার সাথে ইন্ডাস্ট্রির স্বার্থে, 

তবে ভুলেও বেশি মাতব্বরি করে চিফ ইঞ্জিনিয়ার/ উপরের বসের  উপরে সিদ্ধান্ত দিবেন না। পরিবেশ পরিস্থিতি বুঝে সবকিছু করবেন। বেশি মাতাব্বরি করলে আবার চাকরি থাকবে না। সবসময় পরিষ্কার ও স্বচ্ছ মন মানসিকতা বজায় রাখবেন।

আরেকটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন সেটা হল আপনার সিভি দেখে নিয়োগকর্তা কখনোই বুঝতে পারবেন আপনার স্বভাব চরিত্র কেমন ?

তাই তারা একটি চমৎকার আইডিয়া নিয়েছেন আর তা হল ফেইসবুক। এখন কমবেশি ম্যাক্সিমাম 95 পার্সেন্ট শিক্ষিত লোকের ফেসবুক আইডি আছে। যখন নিয়োগকর্তা আপনাকে প্রাথমিক অবস্থায় সিভি দেখে সিলেক্ট করে তখন তারা আপনার মোবাইল নাম্বার ও নাম লিখে ফেসবুকে সার্চ দেয়। যদি আপনাকে ফেসবুকে পেয়ে যায় তাহলে প্রথমে দেখে আপনার আইডি নাম ।

কি নাম দিয়ে আপনি আইডি চালাচ্ছেন। এবং আপনার পোস্টগুলো তারা লক্ষ্য করে আপনার মন মানসিকতা কেমন।

মেয়ের ওজন হবে 80 কেজি ফেসবুকে নাম দিয়েছে মেঘে ভাষা মেয়ে। 

আরে বোন তুই কিভাবে বাসবি তোরে তো তিনজন ছেলে লাগবে দুই ফুট উপরে তুলতে।

আপনি একবার ভেবে দেখেছেন কি ?  80kg মেয়ে কিভাবে মেঘে ভাসবে ?

ছেলের চুল দাড়ি পেকে বুড়া হয়ে গেছে ! 

তার ফেসবুক আইডি নাম অবুঝ বালক ? শুকনো নদী,  বুকফাটা বালক, ব্যর্থ প্রেমিক ইত্যাদি ।

এ সমস্ত ভুল কখনোই করবেন না প্রকৃত নাম দিয়ে ফেসবুক রান করবেন। যদি সম্ভব হয় ফেসবুকে সব সময় নিজের সুন্দর একটি ছবি আপলোড করে রাখবেন।

তাই সবার উদ্দেশ্যে বলতে চাই সময় নষ্ট না করে বেসিক স্ট্রং করুন এবং যে কাজটি পারেন সেটা সঠিকভাবে পড়ার চেষ্টা করুন। যদি কাজ না থাকে প্রতিদিন কিছু না কিছু একটি প্রশ্নের উত্তর শিখা চেষ্টা করুন। মাঝে মাঝে বিভিন্ন ড্রয়িং নিজে নিজে চেষ্টা করবেন কোন কিছু সাহায্য ছাড়াই যদি পারেন সেটা আপনার প্রকৃত শিক্ষা।

আরো অনেক কিছু লেখার ছিল কিন্তু পোস্ট অনেক বড় হয়ে গেছে তাই আর লিখলাম না।

আমার কথায় যদি কেউ দুঃখ পেয়ে থাকেন তাহলে নিজ দায়িত্বে ক্ষমা করে দিবেন।



Engr. Rafikul Islam
Engr. Rafikul Islam
Electrical Engineer
Admin
EEE Power Bridge 
Dhaka












আপনার প্রিয় লেখা গুলো ONE KFS এ প্রকাশ করতে ই-মেইল shahadatkfs@gmail.com করুন 
অথবা ফেইজবুকে KFS Technology & BDT Pathshala বার্তা দিন ।
ONE KFS সাথে থাকার জন্য ধন্যবাদ
 Shahadat Hossain KFS

বোকা ও ক্ষূদার্ত  


Post a Comment

0 Comments