Header Ads Widget

Responsive Advertisement

নন পোলার ক্যাপাসিটর Non polar capacitors

নন পোলার ক্যাপাসিটর


নন পোলার ক্যাপাসিটর
 
নন পোলার ক্যাপাসিটর




  

নন পোলার ক্যাপাসিটর

চিত্রে আপনারা যে কম্পোনেন্টটি দেখেতে পাচ্ছেন তা হলো ক্যাপাসিটর। এটি নন-পোলার, অর্থাৎ এর ফিক্সড কোন পজেটিভ বা নেগেটিভ টার্মিনাল নেই। সার্কিটে একে উল্টা-সোজা যেকোনো ভাবে লাগানো যাবে। গঠনগত দিক থেকে এটি সিরামিক ক্যাপাসিটর, অর্থাৎ এটি সিরামিক দিয়ে তৈরি। ক্যাপাসিটরের সর্বনিম্ন মানে (পিকোফ্যারাড) এর মান নির্ধারণ করা হয়। এজন্য অনেকে একে পিএফ (pf) নামে ডাকে। এর গায়ে ৩ ডিজিটের মাধ্যমে মান লিখা থাকে। কোন সিরামিক ক্যাপাসিটরের গায়ে 105 লিখা থাকলে বুঝতে হবে এর মান 1000000 পিকোফ্যারাড বা 100 ন্যানোফ্যারাড বা 01 মাইক্রোফ্যারাড। 

ভালো-মন্দ যাচাইঃ ক্যাপাসিটরটি ভালো নাকি খারাপ তা বুঝার জন্য তিনটি পদ্ধতি ব্যবহার করতে পারি। পদ্ধতি ১ঃ চোখের দেখা অর্থাৎ চোখের দেখায় কোন অস্বাভাবিক মনে হলে সেটি খারাপ। যেমনঃ ফুলে যাওয়া, ফেটে যাওয়া, ভেঙ্গে যাওয়া ইত্যাদি। 

পদ্ধতি ২ঃ ওহম স্কেলে পরিমাপ করে। ভালো অবস্থায় এটি মেগাওহম থেকে অসীম মান দেখাতে পারে, অন্যথায় এটি খারাপ। 

পদ্ধতি ৩ঃ ক্যাপাসিট্যান্স পরিমাপ করে। ক্যাপাসিট্যান্স পরিমাপ করা যায় এমন মিটারের সাহায্যে এর ক্যাপাসিট্যান্স পরিমাপ করে যদি গায়ে উল্লেখিত মানের সাথে সামঞ্জস্য পাওয়া যায় তাহলে সেটি ভালো, অন্যথায় খারাপ। এটিই সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি। 


Ahnaf Asraf

EEE Power Bridge 



আপনার প্রিয় লেখা গুলো ONE KFS এ প্রকাশ করতে ই-মেইল shahadatkfs@gmail.com করুন 
অথবা ফেইজবুকে KFS Technology & BDT Pathshala বার্তা দিন ।
ONE KFS সাথে থাকার জন্য ধন্যবাদ
 Shahadat Hossain KFS

বোকা ও ক্ষূদার্ত  

Post a Comment

0 Comments