Header Ads Widget

Responsive Advertisement

ভোল্টেজ কারেন্ট পাওয়ার/Voltage current power

ভোল্টেজ কারেন্ট পাওয়ার

Voltage current power



সাধারণভাবে কারেন্ট হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। অর্থাৎ ইলেকট্রনের একস্থান হতে অন্যস্থানে গমন করাই হলো কারেন্ট। এখন প্রশ্ন জাগতে পারে কোন ইলেকট্রন কিংবা কার ইলেকট্রন প্রবাহিত হয়?? উত্তর হচ্ছে, আমরা জানি ধাতুর সর্বশেষ কক্ষপথে একটি, দুইটি বা তিনটি ইলেকট্রন থাকে। সর্বশেষ কক্ষপথের এই মুক্ত ইলেকট্রনের প্রবা‌হের কারণেই কারেন্ট পাওয়া যায়। কোনভাবে যদি একটি কপার তারের কোন একটি পরমানুর শেষ কক্ষপথের ইলেকট্রনকে একস্থান থেকে অন্যত্র সরানো যায় তবেই আমরা পরিবাহী তারের মধ্যে কারেন্ট পাবো।

এখন প্রশ্ন হচ্ছে এই ইলেকট্রনকে সরাবে কে?? ইলেকট্রন তো এমনি এমনি ভ্রমণ করবেনা! হ্যাঁ এই ইলেকট্রনকে সরানোর জন্য আমাকে যেই শক্তি প্রয়োগ করতে হবে সেটি হলো ভোল্টেজ। যত বেশি ভোল্টেজ তত বেশি ইলেকট্রন স্থানান্তরিত হবে। অর্থাৎ ভোল্টেজের কারণের কারেন্ট প্রবাহিত হয়।  ও'হমের সূত্রানুযায়ী ভোল্টেজ এবং কারেন্ট সমানুপাতিক।

ধরুন আপনি একটি লাইনে দাঁড়িয়ে আছেন এবং লাইনটিতে পেছন থেকে কেউ ধাক্কা দিচ্ছে। এখন ধাক্কা দেয়ার ফলে আসলে কি হবে? আপনি সহ আপনার সামনে যারা দাঁড়িয়ে আছে তারা অবশ্যই সামনে এগিয়ে যাবে অর্থাৎ আপনাদের স্থানচ্যুতি ঘটবে। মানে হলো একজন একজন করে পুরো লাইনটি সামনে এগোবে ঠিক একটি রেলগাড়ির মতো।

তাহলে লাইনের প্রতিটি মানুষ হলো ইলেকট্রন, পুরো লাইনটি হচ্ছে কারেন্ট আর যে ধাক্কার কারণে লাইনটি সামনে এগিয়েছিলো সেটি হচ্ছে ভোল্টেজ।

এবার আসি পাওয়ারের কথায়। এতক্ষণ যেই কারেন্ট এবং ভোল্টেজের কথা আমরা জানলাম সেই কারেন্ট এবং ভোল্টেজকে গুণ করলে পাওয়ার পাওয়া যাবে। সাধারণভাবে পাওয়ার হচ্ছে প্রতি ঘন্টায় ভোল্টেজ দ্বারা ইলেকট্রনের স্থানান্তরের কারণে যেই কাজ হচ্ছে তার পরিমাণ। অর্থাৎ যত বেশি ভোল্টেজ যত বেশি পরিমান কারেন্ট প্রবাহিত করতে পারবে পাওয়ার তত বেশি হবে অর্থাৎ সে বেশি পরিমান তড়িৎ শক্তি গ্রহণ করতে পারবে।


অনিক মাহফুজ

EEE Power Bridge 


আপনার প্রিয় লেখা গুলো ONE KFS এ প্রকাশ করতে ই-মেইল shahadatkfs@gmail.com করুন 
অথবা ফেইজবুকে KFS Technology & BDT Pathshala বার্তা দিন ।
ONE KFS সাথে থাকার জন্য ধন্যবাদ
 Shahadat Hossain KFS

বোকা ও ক্ষূদার্ত  
 










Post a Comment

0 Comments