Header Ads Widget

Responsive Advertisement

Engr MD. RAFIKUL ISLAM ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম

Engr MD. RAFIKUL ISLAM

ইঞ্জিনিয়ার মোঃ রফিকুল ইসলাম 


  


 যার যোগ্যতা কম, তার তেলের ড্রাম তত ভাড়ি!  (ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম)

যদি সত্য না বলি, হবো দূষি!!!  (লেখক) 

ধরার বুকে কিছু মানুষ আছে, তারা ভালোবাসতে জানে, তারা ভালো রাখতে জানে! সবি মহান আল্লাহর কৃপা। সত্য সব সময় সুন্দর। 

শুরুতে যে বাক্যটি রয়েছে, তা ছবিতে থাকা এই মহান ব্যাক্তির। বর্তমানে একটু চোখমেলে দেখলেই এই উক্তিটির সত্যতা ৯৯% মিলে যায়। তাই বলে রাখছি ,আমি মোটেও তেল দিচ্ছিনা! প্রাই ২৪,০০০ জনের একটি  প্লাটফর্ম আছে ,সেখানে খোজলে একজনও পাওয়া যাবেনা ,যিনি এই ভালোবাসার মানুষকে চিনে না। এর বাইরেও ভেসে বেড়াচ্ছে আমাদের এই প্রিয় মানুষের, ভালোবাসার সুভাষ। বেশ কয়েক বছর ধরে দেখতেছি, খুব ব্যস্ততার মাঝেও, হাজারো তরুণদের স্বপ্ন পূরনের জন্য বিনা পারিশ্রমিকে, কঠোর ভাবে কাজ করে যাচ্ছে। হৃদয়ের মাঝে সত্যিকারের ভালোবাসা না থাকলে এতো বড় প্লাটফর্ম তৈরী করা সম্ভব নয়। সেই প্লাটফর্ম হচ্ছে EEE Power Bridge  যার পতিষ্ঠাতাও আমাদের এই প্রিয় মুখ! এই প্লাটফর্ম তৈরীতে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সবার প্রতি রইলো বুকের ভিতরের গভীর ভালোবাসা। 

হ্যাঁ, এই স্বপ্নবাজ মানুষকে বেশ কয়েক বছরে যতটুকু চিনেছি, তাকে নিয়ে লিখতে গেলে কলম থামতে চায় না! সৎ ও নির্ভিক এই মানুষকে নিয়ে তেল বাজির কিছু নেই, কারণ সত্য এদেশের হাজারো ইঞ্জিনিয়ারিং প্রেমির মাঝে প্রকাশিত ...

উজ্জল এই আলোক বর্তিকার নামই  " ইঞ্জিনিয়ার মোঃ রফিকুল ইসলাম " । 


নোটঃ এখানে সংক্ষিপ্ত আকারে লেখা হয়েছে, বিস্তারিত শিগ্রই আসছে। 


S.H KFS


আপনার প্রিয় লেখা গুলো ONE KFS এ প্রকাশ করতে ই-মেইল shahadatkfs@gmail.com করুন 
অথবা ফেইজবুকে KFS Technology & BDT Pathshala বার্তা দিন ।
ONE KFS সাথে থাকার জন্য ধন্যবাদ
 Shahadat Hossain KFS

বোকা ও ক্ষূদার্ত  
 


Post a Comment

0 Comments