Header Ads Widget

Responsive Advertisement

আজকের লেবার আগামী দিনের চিফ ইঞ্জিনিয়ার।

 আজকের লেবার আগামী দিনের চিফ ইঞ্জিনিয়ার





আজকের বেতন ৮ হাজার টাকা,আগামী দিনের লক্ষ টাকা।


আসসালামু আলাইকুম

আশা করি মহান আল্লাহ তালার কৃপায় সবাই ভালো আছে।

আমি  একটি পোস্ট করেছিলাম ফ্রেশ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট হাইড করে এসএসসির সার্টিফিকেট দিয়ে টেকনিশিয়ান পোস্ট নেওয়ার জন্য Reverie power এ।

#একটি_সাবস্টেশন_মেনুফেকচার_কোম্পানিতে_জব___মানি_হল_আপনি_একটি_ভবিষ্যত_সাবস্টেশন #কোম্পানির_মালিক।

যদি আপনার মধ্যে সে অনুশোচনা আগ্রহ ইচ্ছা কষ্ট প্রতিভা থাকে তাহলে।

আসল আলোচনায় আসা যাক,,,,,,

আপনাদের রিয়েক্ট দেখে আমার খুব ভালো লেগেছে।

যেখানে চাকরি পাওয়া যায় না সেখানে স্যালারি কম হলেও সমস্যা নেই কিন্তু অনেকেই অতিরঞ্জিত দেখা যায়। 

বাংলাদেশ এখন ইঞ্জিনিয়ারদের অবস্থা এমন হয়েছে যেখানে এক টাকার পানির দামে

এক গ্লাস লাচ্ছি জুস পাওয়া যায় । 

অর্থাৎ 10 /12 হাজার টাকা বেতনে অনেক অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়ার পাওয়া যায় আপনি কল্পনাও করতে পারবেন না।

সেখানে সেলারি দিয়ে আপনি কি করবেন ?

যদি আপনার অভিজ্ঞতা না থাকে ?

স্ক্রীন না থাকে ?

আপনাদের এই ধরনের মন্তব্য জন্য অসংখ্য ধন্যবাদ।

যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়েছিলাম তখন আমার একটি বই ছিল বুককিপিং,,,,,

আমি যেহেতু সাইন্সের স্টুডেন্ট আমি ভালোই পারতাম।

এবং ওই সাবজেক্টের মধ্যে আমি একটা জিনিস করেছি বাজারে যখন চাহিদা বেড়ে যায় তখনই যোগান কমে যায় আবার যোগান বেড়ে গেলে চাহিদা কমে যায়।

ঠিক তেমনি আমাদের দেশে ওইভাবে ইন্ডাস্ট্রি হচ্ছে না যত হারে আমরা ইঞ্জিনিয়ার প্রোডাকশন দিচ্ছি নামমাত্র পলিটেকনিক ইউনিভার্সিটি থেকে। এবং অনেকের ইঞ্জিনিয়ারিং পড়ার যোগ্যতা না থাকার পরেও আমরা সিজিপিএ 2.5   নিয়ে ইঞ্জিনিয়ার অ্যামাজন জঙ্গলে চলে গেছি।

আজকে আপনাকে 8 হাজার টাকা স্যালারি দেওয়া হচ্ছে তার মানে এই নয় সারা জীবন আপনি 8 হাজার টাকা স্যালারি থাকবেন। 

একজন রিকশাওয়ালা হয়তো আজকে 15 হাজার টাকা ইনকাম করছে সে সারাজীবন রিকশা চালাতে হবে আপনার মত এত সুখ স্বাচ্ছন্দ্যের সে কখনো চলতে পারবে না। কোন কাজকেই আমি ছোট মনে করি না কিন্তু মেথর কিন্তু টাকা ইনকাম করে। 

আজ একটি প্রতিষ্ঠানে 8 হাজার টাকা স্যালারি পাচ্ছেন ছয় মাসে এক বছর পর দেখবেন আপনার ডিমান্ড অনেক বেড়ে গেছে তখন আপনি অন্য একটি প্রতিষ্ঠানের সুইচিং করে 

আপনি 25/ 30 হাজার টাকা ডিজাভ করতে পারেন। তবে আপনাকে সেই যোগ্যতা অর্জন করতে হবে।

আমার কাছে একটি ইংল্যান্ড multi ন্যাশনাল কোম্পানির জবের অফার আছে যেকোনো জেনারেটরের ফল্ট আইডেন্টিফাই করে রান করে দিতে হবে, যেকোনো পাওয়ার সাবস্টেশন এর সিনক্রোনাইজিং পেনেল এর কাজ জানতে হবে, হাতে একটি ড্রইং দিয়ে দিলে একই সাথে স্টেশন ইনস্টল করে দিতে হবে। স্যালারি দেয়া হবে এক লাখ 60 হাজার টাকা।

সে কিন্তু তার জীবনে প্রথম এই 5 থেকে 8 হাজার টাকায় জবে ঢুকেছিল।

একজন সফল ইঞ্জিনিয়ার এর সাথে আলাপ করলে বুঝতে পারবেন জীবনটা কি কিভাবে সে সংগ্রাম করে উপরে উঠেছে।

আর আফসোস আমরা জব চাই একটা ল্যাপটপ থাকতে হবে একটা আলাদা ডেস্ক থাকতে হবে চেয়ার টেবিল থাকতে হবে, পিয়োন চা নিয়ে আসবে।

সকাল 9 টায় অফিসে ঢুকবো 5 টায় চলে আসবো। আরে পাগলা এমন প্রতিষ্ঠান যদি খোঁজোছ তাহলে নিজের বাপের প্রতিষ্ঠানে জয়েন কর।

এক লাফে ম্যানেজিং ডিরেক্টর হয়ে যাবে তাকে ঠেকায় কে !

বাস্তবতা অনেক কঠিন যারা শুধু কাজ কাজ খোঁজার অপেক্ষা অর্থাৎ আমি একটি কাজ করতে চাই।

তারাই একসময় চিফ ইঞ্জিনিয়ার হবে অনেক বড় বড় কর্মকর্তা হবে জীবন সুন্দর হবে।

আর তাদেরকে বলতে চাই এই ধরনের নরপিশাচের  মন্তব্যেও আপনি পিছপা হবেন না। 

আপনি আপনার পথে এগিয়ে যান ইনশাআল্লাহ সাফল্য আসবেই।

আর আমি সৎ, কাজের প্রতি আগ্রহ, কোন কাজকে ছোট মনে করে না এ ধরনের ফ্রেশ ইঞ্জিনিয়ারদের পাশে যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ থাকবো।

যখন তোমার মাথায় তেল থাকবে তখন সবাই তেল দিবে আর যখন তোমার মাথায় তেল থাকবে না তখন কেউ তোমার পাশে থাকবে না।

তাই বাসায় না বসে থেকে যেখানেই পারেন ছোটখাটো দিয়ে শুরু করুন ইনশাআল্লাহ সাকসেস হবেন।


Engr. Rafikul Islam
Engr. Rafikul Islam
Electrical Engineer
Admin
EEE Power Bridge 
Dhaka











আপনার প্রিয় লেখা গুলো ONE KFS এ প্রকাশ করতে ই-মেইল shahadatkfs@gmail.com করুন 
অথবা ফেইজবুকে KFS Technology & BDT Pathshala বার্তা দিন ।
ONE KFS সাথে থাকার জন্য ধন্যবাদ
 Shahadat Hossain KFS

বোকা ও ক্ষূদার্ত  




Post a Comment

0 Comments