Header Ads Widget

Responsive Advertisement

সাবস্টেশন পার্ট -১








একটি 11KV HT Switchgear বিস্তারিত




আমি আমার ক্ষুদ্র জ্ঞান নিয়ে লিখতেছি অতএব ভুল হলে পরামর্শ দিয়ে সাথে থাকবেন আশা রাখি।

ড্রিসট্রিউবিশন সাবস্টেশন এর প্রথম ইকুইপমেন্ট এবং প্রোটেকশন এর জন্য যে সুইচগিয়ার ব্যাবহার করা হয় তার নাম HT Switchgear ।
HT Switchgear প্রধানত দুই ধরনের হয়ঃ-
১। LBS ( Load Brack Switch).
২। VCB ( Vacuum Circuit Breaker).
এদের রেটেড ভোল্টেজ 12KV হয় এবং এম্পিয়ার যথাক্রমেঃ-
LBS -630A হয় এবং এই রেটিং বাংলাদেশে পাওয়া যায় । LBS সাধারনত দুইটা মডেল পাওয়া যায় ১। FN-7 & FN-12 এই মডেল এর বাহিরেও পাওয়া যায় তবে আমাদের দেশে না।
VCB- 630A , 800A & 1250A এই তিন ক্যাপাসিটির হয় । এই ক্ষেত্রে ABB কোম্পানির 630A & 1250A এই দুইটা রেটিং হয় । আমাদের যেটা জরুরি সার্কিট ব্রেকারের ব্রেকিং ক্যাপাসিটি এই ক্ষেত্রে বাংলাদেশে 20KA , 25KA & 31.5 KA ড্রিসট্রিবিউশনে ব্যাবহিত হয় ।
একটি VCB Panel কমপ্লিট করতে যে সকল বিষয় এবং ইকুয়েপমেন্ট নিয়ে গঠিত তার নিম্নরূপ
১। VCB
২।IDMT Relay ( প্রটেকশন সিস্টেম এর জন্য )
৩। KV মিটার ।
৪। AM মিটার।
৫। সিলেক্টর সুইচ।
৬। CT ( কারেন্ট টান্সফরমার )
৭। PT ( পটেনশিয়াল টান্সফরমার )
৮। কন্ট্রোল ফিউস অথবা ব্রেকার ।
৯। হিটার & থার্মোস্ট্যাট।
১০। বাসবার & কন্ট্রোলিং ক্যাবল।
১১। পুশ বাটন সুইচ ।
১২। ইন্ট্রিগেটিং ল্যাম্প।
১৩। কানেক্টর।
এই সকল উপাদান নিয়ে একটি সাধারন মানের VCB প্যানেল তৈরি করা হয় এবং শুধু মাত্র মাঝারি মানের সাবস্টেশন এর জন্য প্রযোজ্য , এর বাহিরেও আরো প্রোটেকশন সিস্টেম সহ VCB প্যানেল তৈরি হয় ।
পুরা প্যানেল ডিজাইন এবং সিলেকশন প্রক্রিয়া
১। VCB:- যেহেতু VCB মাত্র তিনটা রেটিং তাও সর্বনিম্ন রেটিং ৬৩০ এম্পিয়ার, আমাদের ড্রিসট্রিউবিশন টান্সফরমার সর্বোচ্চ রেটিং ৪০০০ কেভিএ তাই আপনি ৬৩০ এম্পিয়ার এর একটি ভিসিবি দিয়ে অনাআয়েশে কমপ্লিট করতে পারবেন । এই ক্ষেত্রে একটি অংক চলে আসে সেটা হল একটি টান্সফরমার এর প্রাইমারি কারেন্ট বের করার অংক ।এই অংকের মাধ্যমে আপনি সিটি সিলেক্ট করতে পারবেন ।মনে রাখতে হবে আমাদের মূখে কথায় কথায় বলে ফেলি টু টুয়েন্টি বা ফোর ফোর্টি মানে সিংগেল ফেজে ২২০ ভোল্ট থ্রি ফেজে ৪৪০ ভোল্ট যা মোটেও ঠিক না , এটা শুধুই কথার কথা । আমাদের ড্রিসট্রিউবিশন ১১কেভি/৪১৫/২৪০ভোল্ট - চলবে
এনামুল হক
ব্যাবস্থাপনা পরিচালক
টেক টিম পাওয়ার & অটোমেশন লি.

Post a Comment

0 Comments