Header Ads Widget

Responsive Advertisement

বিএসসি করবেন বা বিএসসি করতেছেন তাদের জন্য / For those who are doing BSc or doing BSc

 


বিএসসি করবেন বা বিএসসি করতেছেন তাদের জন্য
For those who are doing BSc or doing BSc

সকল ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার ভাইদের

দৃষ্টি আকর্ষণ করে বলছি।

আপনারা যারা ইলেক্ট্রিক্যাল এ ডিপ্লোমা শেষ করে বি এস সি করবেন বা বি এস সি করতেছেন তাদের জন্য এই বিষয় টি জানা বিশেষ প্রয়োজন । যখন আমরা বি এস সি প্রায় শেষ করে ফেলবো অর্থাৎ ১৫/২০ ক্যাডিট বাকী আছে ওই সময় ভার্সিটি থেকে ডিপার্টমেন্ট হেড সকল স্টুডেন্ট দেরকে বলে............

আপনার জন্য ৩টি অপশন আছে।আপনি ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কোন সাইট নিয়ে কাজ করতে চান ?

1. Power

2. Telecommunication &

3. Networking.

তখন আপনি আপনার পছন্দ মতো সাবজেক্ট নিবেন !এখানে উল্লেখ্য যে দরুন আপনি নিলেন Networking পাশও করলেন। এখন জব এর ভাইভায় গেলেন তারা নিবে পাওয়ার এর লোক, তখন কিন্তু আপনি ফিউজ ! আবার দরুন আপনি Telecommunication নিলেন আপনাকে Networking এর প্রস্ন করলো হয়তো কিছু পারলেন তারপরও আপনাকে নিবে না !

তাই আপনাদের অনুরুধ করে বলছি আপনারা বি এস সি করার সময় অবশই পাওয়ার নিবেন ! কারন ইলেক্ট্রিক্যাল মানেই পাওয়ার । যদি BUET, RUET,CUET,KUET থেকে প্রতি বসর ৪০০ স্টুডেন্ট ইলেক্ট্রিক্যাল এ বের হয় তার মধ্যে ৩৬০ জন পাওয়ার ! 

আপনি যদি পাওয়ার পরেন তাহলে Telecommunication & . Networking এর কাজ কিছু কোর্স করলেই আপনার জন্য যথেষ্ট, আপনি তা পারবেন! কিন্তু ঐ দুইটা করলে পাওয়ার জানা অনেক কষ্টকর ! আর যদি আপনি যেটা মনে চায় নিলেন, জব করলেন অন্য টা মামু-খালুর জোরে বা বড় ভাইয়ের কল্যাণে তাহলে কবি এখানে নিরব ! আপনার কথা আলাদা ।

আমার কিন্তু মেজর পাওয়ার,পাওয়ার না পরে পাওয়ার প্লান্ট এ জব পাওয়া প্রায় অসম্বব !

এখানে অনেকে বলবেন রফিকুল ভাই ডিপ্লোমাতে কি পাওয়ার আছে ? না ভাই নাই ! ডিপ্লোমা হল জগা খিচুড়ি !!! এখানে সব আছে ! ঐ তিনটাই বেসিক পরানো হয় !যেমন ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত জগা খিচুড়ি সব পরানো হয় কিন্তু ক্লাস নাইন থেকে যেকোনো একটি সাইট নিয়ে পরতে হয় ! বি এস সি টা হল তেমন !   

এখানে আর একটি বিষয় না বললেই নয় আপনি যে বিষয় টা মেজর নিবেন তার সাথে মিলিয়ে প্রোজেক্ট থিসিস করবেন ! তা নাহলে বিপদ সরকারি চাকুরির ভাইভাতে ফেসে যাবেন ! আপনাকে অবশই প্রোজেক্ট এর কথা জিজ্ঞেস করবে । না মিললে জব হওয়া দুষ্কর !




Engr. Rafikul Islam
Engr. Rafikul Islam
Electrical Engineer
Admin
EEE Power Bridge 
Dhaka












আপনার প্রিয় লেখা গুলো ONE KFS এ প্রকাশ করতে ই-মেইল shahadatkfs@gmail.com করুন 
অথবা ফেইজবুকে KFS Technology & BDT Pathshala বার্তা দিন ।
ONE KFS সাথে থাকার জন্য ধন্যবাদ
 Shahadat Hossain KFS

বোকা ও ক্ষূদার্ত  

Post a Comment

0 Comments