![]() |
নারী |
নারী
তুমি জননী
তুমিই আমার ধরনী
নারী
তুমি সর্বনাশী
তুমিই সর্ব গ্রাসী
তবু তোমাই ভালোবাসি
নারী
তুমি ভাঙ্গন
তুমিই ধংস
নারী
তুমি ধ্রাত্রী
তুমিই মমতাময়ী
নারী
তুমি হুল্লোড়
তুমিই হিংস্র
নারী
তুমি ধারক
তুমিই বাহক
নারী
তুমি উজ্জ্বল
তুমিই সুশ্রী
নারী
তুমি উতস্বাস
তুমিই জ্বলচ্ছাস
নারী
তুমি উদাসীনি
তুমিই কাল নাগীনী
নারী
তুমি অক্ষয়
তুমিই জয়ী
নারী
তুমি আমি
তুমিই.....!!!
KFS
20-02-2021
0 Comments