Header Ads Widget

Responsive Advertisement

চাকরিজীবী ভাইদের জন্য সতর্কতা

 চাকরিজীবী ভাইদের জন্য সতর্কতা




ইঞ্জি মোঃ রফিকুল ইসলাম


চাকরিজীবী ভাইদের দৃষ্টি আকর্ষন করছি,,,,,, 

বিষয়টি একটু গুরুত্ব দিয়ে লক্ষ করুন,,,,,,

যে সমস্ত ভাইয়েরা ইন্ডাস্ট্রিতে বা বিভিন্ন অফিসে কর্মরত আছেন তারা যতটুকু সম্ভব নিজ হাতে কাজ করার চেষ্টা করুন। 

হয়তো অনেকে অনেক ভালো পজিশনে আছেন,ফুরফুরে মেজাজে আছেন কোনো চাপ নেই।

কিন্তু আপনার অধীনস্থ রা দিনরাত কাজ করে যাচ্ছে, একটা সময় আপনি রিজেক্ট হয়ে যাবেন। কাজকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। তা না হলে কাজই আপনাকে একদিন ফাঁকি দিবে।

কারণ ইঞ্জিনিয়ারদের সাথে এমনিতেই সবসময় একটি ঠান্ডা লড়াই চলে এডমিন প্যানেলের অর্থাৎ নন-টেকনিক্যাল পারসন দের। 


তার একটু সুযোগ পেলেই আপনাকে বাঁশ দিয়ে দিবে যা আপনি কল্পনাও করতে পারবেন না।


অনেক সময় দেখা যায় কোম্পানি একটু খারাপ সময় পার করছে ।

যদি তার এমপ্লয়ি অর্থাৎ ইঞ্জিনিয়ারগণ খুব যত্নসহকারে টিম ওয়াইজ দিনরাত কাজ করে যাচ্ছেন, কোনো ফাঁকি ঝাকি দিচ্ছেন না।

তখন কোম্পানি  সাময়িক ক্ষতিগ্রস্ত হলেও ঐ কর্মচারী কর্মকর্তাদের রেখে দিতে চেষ্টা করে।


আর যদি আপনার মধ্যে কাজ করার আগ্রহ কম অধীনস্থদের উপর সম্পূর্ণ ভার দিয়ে ফুরফুরে মেজাজে থাকেন,

একদিন দেখবেন আপনার চেয়ার চলে গেছে আপনার কল্পনার বাহিরে।


তখন কিছুই করার থাকবেনা। তাই সবার সাথে টিম ওয়াইজ কাজ করার চেষ্টা করুন এখন খুব খারাপ সময় যাচ্ছে । তাই বলে এই নয় অধীনস্থদের কাজ শিখাবেন না । কাজ শিখাবেন এবং নিজেও তাদের সাথে কাজ করবেন তাহলে আপনার গুরুত্ব থাকবে।


অনেক সময় দেখা যায় সিনিয়র এর বেতন কম বাড়ে এবং জুনিয়র এর বেতন বেশি বাড়ে।

 তার একটাই কারণ জুনিয়র কাজ কে কাজ মনে করে দিন রাত নিস্টার সাথে কাজ করে যায়।


এখন করোনার সময় এমনিই সময়টা খারাপ যাচ্ছে। এটা ইনশাআল্লাহ বেশিদিন থাকবে না ।

এ বছরের মধ্যেই শেষের দিকে শেষ হয়ে যাবে। বিশেষজ্ঞরা মনে করছেন।


তাই পরিশেষে বলতে চাই প্রতিটা প্রতিষ্ঠান যে দায়িত্বে থাকেন না কেন নিজেকে যোগ্য করে তুলুন  !

তা না হলে একসময় গুরুত্বহীন হয়ে কোম্পানি থেকে রিজেক্ট হয়ে যাবেন।


#ইঞ্জি_মোঃ_রফিকুল_ইসলাম ।

#ইলেকট্রিক্যাল_ইঞ্জিনিয়ার 

#এডমিন 

#ইইই_পাওয়ার_ব্রীজ।

#ঢাকা।

Post a Comment

0 Comments