-রাজিবুল হাসান
পরিচিতি,প্রকৃর সবুজের সাথে বেড়ে উঠা এক তরুণ,তাকে আমাদের কাছে একগুচ্ছ বিকেলের, অক্সিজেনেও মনে হয়। এই তরুণের লেখা গুলো আমাদের মত অনেকের মনের ক্লান্তি দূর করে, উজ্জল হাসি দিয়ে পথ চলতে সাহায্য করে। এই গুণী তরুণ লেখকের নাম "রাজিবুল হাসান" । তার বেড়ে উঠা মানিকগঞ্জ জেলার সাটুরিয়ার হরগজ গ্রামে।
|
0 Comments