সাবস্টেশন রুমে বায়ু চলাচলের ব্যাবস্থা নিশ্চিতকরণ
![]() |
সাবস্টেশন |
ইলেকট্রিক্যাল সাবস্টেশন রুমে প্রাকৃতিকভাবে বায়ু চলাচলের ব্যাবস্থা ছাড়াও উল্লেখযোগ্য পরিমান ফোর্স ভ্যান্টিলেশন অর্থাৎ অবাধে বায়ু চলাচলের ব্যাবস্থা থাকা খুবই গুরুত্বপূর্ণ।
সাবস্টেশন রুমের লিনটেন লেভেলের উপর অবশ্যই পর্যাপ্ত পরিমান/সংখ্যক Exhaust Fan স্থাপন করতে হবে।
Exhaust Fan এর মিনিমাম ডায়া হবে 450mm
সাবস্টেশন রুমে ন্যাচারাল/প্রাকৃতিক ভ্যান্টিলেশনের জন্য রুমের দেয়ালের সাথে গ্রীল সংযুক্ত জানালা প্যানেল লাগাতে হবে।
সাবস্টেশন রুমের জানালায় অবশ্যই লিনটেন থাকতে হবে তাহলে বৃষ্টির পানি সাবস্টেশন রুমের ভিতর প্রবেশ করতে পারবে না।
স্থানের সীমাবদ্ধতার কারণে অথবা অন্য কোনো সমস্যার কারণে যদি পর্যাপ্ত পরিমাণ Exhaust Fan লাগানো না যায় তাহলে উচ্চগতি সম্পন্ন Forced Ventilation এ অবশ্যই Duct সরবরাহ করতে হবে।
রেফারেন্সঃ BNBC-2020-1.3.18.69
মোঃ শহীদুল ইসলাম (B.Sc. EEE)
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার (প্রফেশনাল ডিজাইন)
প্রয়োজনেঃ 01763686901
0 Comments