Header Ads Widget

Responsive Advertisement

ব্যাটারী নিয়ে আলোচনা / Battery



ব্যাটারী নিয়ে আলোচনা


নবীন ভাইয়েরা একটুখানি টেনশন দিন ,,,,,,,

ইদানিংকালে ব্যাটারী নিয়ে অনেক আলোচনা হচ্ছে তাই আমার এই ক্ষুদ্র প্রয়াস।

আসসালামু আলাইকুম 

বন্ধুরা কেমন আছেন ?

আশা করি মহান আল্লাহ তায়ালার কৃপায় সবাই ভালো আছেন। 

আপনি একজন ইঞ্জিনিয়ার/ ইলেকট্রিশিয়ান !

আপনি একটি অফিসে চাকরি নিয়েছেন ।

আপনার বস এসে বলল ইঞ্জিনিয়ার সাহেব আমাদের এই অফিসের মধ্যে যতগুলো লোড  আছে সব হিসেব করে একটি IPS এর হিসাব দেন তো ?

কত ক্যাপাসিটির ব্যাটারি ও Inverter লাগবে । সিরিজ না প্যারালাল সংযোগ হবে ?

অথবা আপনার নিজের বাসায় একটি IPS লাগাবেন। কিন্তু হিসাব পারতেছেন না, IPS দোকানদারের মাধ্যমে হিসাব নিলেন। এর চেয়ে দুঃখজনক আর হতে পারে না।

তাই আজকে আপনাদের মধ্যে  হাজির হয়েছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটি গুরুত্বপূর্ণ টপিক  IPS/ব্যাটারি নিয়ে।

ব্যাটারি এমন একটি ডিভাইস যা জানা অত্যন্ত জরুরী বিশেষ করে পাওয়ার ও ইলেক্ট্রিক্যাল রিলেটেড কাজ করেন তাদের জন্য তো অবশ্যই।

প্রথমেই বলতে চাই parallel connection a terminal voltage ঠিক থাকে এবং capacity বৃদ্ধি পায় অর্থাৎ Ampere যোগ হয়।

তবে শর্ত হলো parallel connection এ battery terminal voltage অবশ্যই সমান হতে হবে । ক্যাপাসিটি কম বেশি হলে কোন সমস্যা নেই । সব একসাথে যোগ করেই ক্যাপাসিটি নির্ধারণ করা হবে।

তবে series connection এর ক্ষেত্রে total battery terminal voltage সমান না হলেও চলবে। তবে Total capacity সমান হওয়া একান্ত দরকার।

তাই আমাদের মনে রাখতে হবে,,,,,,,,,,,,

 প্যারালাল কানেকশন এ এম্পিয়ার যোগ হয় ভোল্টেজ যা তাই এবং সিরিজ কানেকশনে  ভোল্টেজ যোগ হয় এমপিয়ার যা তাই থাকে ।

এবার আসা যাক আসল আলোচনায়,,,,,

আপনার অফিসে Bulb ,,,,,,,,,,,6 টি 30 Watt.    =180w

                            Fan ,,,,,,,,,,,,,,2 টি 80 Watt.   =160w

                     Desktop,,,,,,,,,,,,,,1 টি 180 Watt  =180w

                    Others ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,.=  20w

--------------------------------------------------------------------------

                                   Total load.           = 540 Watt

Back up Time 6 ঘন্টা,,,,

ধরি 12 Volt এর দুটি Battery 150 AH.

তাহলে Parallel এ Connection করলে Terminal voltage 12 volt & Total battery capacity 300 AH

আমরা জানি,

                       Power = Voltage * Ampere

                     I  = watt/voltage

                        = 540/12 (12V battery)

                        =    45 Amp

Then battery capacity =     A * H

যেহেতু backup time   6 ঘন্টা 

সুতরাং,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, = 45* 6

                                                  = 270  AH      battery লাগবে 270 AH.

আমাদের ব্যাটারি আছে 300 Ah.

যেহেতু ব্যাটারি তে 100 পার্সেন্ট power পাওয়া যায় না তাই 90% ধরলাম। 30 Amp অতিরিক্ত থাকলো।

যতটুকু  পাওয়ার ব্যবহার করবেন তার চেয়ে একটু বেশি পাওয়ারের ব্যাটারি ব্যবহার করবেন । তাহলে কাঙ্ক্ষিত সময় ঠিকমতো পাওয়ার ব্যবহার করতে পারবেন।

আমি আমার মতো করে দিলাম এক্সপার্টরা আপনাদের মতামত দিবেন।

নবীনদের_কাছে_প্রশ্ন_উল্লেখিত_Battery_চার্জ দিতে কতো VA Inverter লাগবে ?




Engr. Rafikul Islam
Engr. Rafikul Islam
Electrical Engineer
Admin
EEE Power Bridge 
Dhaka












আপনার প্রিয় লেখা গুলো ONE KFS এ প্রকাশ করতে ই-মেইল shahadatkfs@gmail.com করুন 
অথবা ফেইজবুকে KFS Technology & BDT Pathshala বার্তা দিন ।
ONE KFS সাথে থাকার জন্য ধন্যবাদ
 Shahadat Hossain KFS

বোকা ও ক্ষূদার্ত  

Post a Comment

0 Comments