ডেলিভারিম্যান
সেদিন দেখলাম রোজা রেখে উপরে উঠতে কষ্ট হবে বিধায় নিচে এসে অর্ডার রিসিভ করতে বলায় একজন ডেলিভারিম্যানকে বেধড়ক মারধর করেছে এলাকার এক প্রভাবশালী লোক। উপরন্তু উপরে গেলে ডেলিভারিম্যানের সাইলেকটি চুরি হবার সম্ভাবনাও ছিলো।
ঢাকা শহরের একটি অভিজাত এলাকায় থাকার দরুন আমি বিগত বছরটায় দেখেছি ডেলিভারিম্যানদের গুরুত্ব কতোটুকু, শুধুমাত্র ডেলিভারিম্যানদের উপর নির্ভর করে অনেকগুলো পরিবার খেয়ে-পরে করোনা প্রকোপ থেকে বেচে গেছে। কিন্তু কতোজন ডেলিভারিম্যান এই এক বছরে মারা গিয়েছে কিংবা অসুস্থ হয়েছে তার হিসাব কিন্তু কেউ করেনি! বলতে পারেন এটা তো ওদের কাজ, ওরা এর বিনিময় টাকা পায়, আপনার কথা সঠিক, কিন্তু দরকার শুধু তাদের একার না, আপনাদেরও প্রয়োজন আছে, উভয়পক্ষের দরকার না হলে কোনো ব্যবসা বা চুক্তি সম্পাদন হয়না।
লকডাউন আর এই তীব্র গরমের মধ্যে আপনার পন্য যে বাসায় পৌঁছে দেয় সেই ডেলিভারিম্যানদের উপর এখন একটু সদয় হন। তাদের উপরে উঠিয়ে কষ্ট না দিয়ে নিচে থেকেই প্রোডাক্ট রিসিভ করার চেষ্টা করুন। আর ডেলিভারি চার্জ দেওয়ার সময় পারলে তাদেরকে একটু বেশি টাকা দিয়ে দিন। ইফতারির সময় ডেলিভারি নিলে অন্তত নিজের বাসার নিচে বসে তার সাথে আনা ইফতারি খেতে দিন।
Collected
0 Comments