বায়ু-১ |
বায়ু-১
আসসালামু আলাইকুম,
বাতাস/বায়ু খুব অদ্ভুত অদৃশ্য একটা ব্যপার। আমি বা তুমি যে বেচে আছি এটা প্রমাণ করতেও বায়ু প্রবাহ সক্রিয় সক্রিয় থাকতে হবে। আমাদের বলা কথাও আরেক জনের কানে পৌঁছাতে হলে তা বায়ুর উপর নির্ভর করে পৌঁছে। এটাও স্পষ্ট হয়ে যায় কোমল ভাবে তথ্য আদান-প্রদান বা যোগাযোগ এর ক্ষেত্রেও আমরা বায়ু নির্ভর। মজার বিষয় হচ্ছে বায়ু এতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু দেখা যায় না,,,
বিশ্বাস করতে হয় অদৃশ্য কে!...
২৪-০৪-২০২১ইং
৪ঃ৫৫ ভোর
0 Comments